logo

SSC নিয়োগ দুর্নীতি মামলায় রায় হাইকোর্টের , ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল, ফেরত দিতে হবে বেতনও!

SSC নিয়োগ দুর্নীতি মামলায় রায় হাইকোর্টের , ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল, ফেরত দিতে হবে বেতনও!

নিউজ ডেক্স : SSC নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হল সোমবার। এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেছে। হাজার হাজার চাকরিপ্রার্থী থেকে শুরু করে বহু মানুষের নজর ছিল এই রায়ের দিকে।বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ মামলার রায় ঘোষণা করেন। এদিন পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। এদিন আদালত রায়ে জানায়, সুপার নিউমারারি পদ বেআইনিভাবে গড়া হয়েছে। পাশাপাশি সোমা দাসকে যে মানবিক কারণে চাকরি দেওয়া হয়েছিল তাতে মান্যতা দেওয়া হয়েছে। যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁদের বেতন ফেরত দিতে হবে। আদালতের নির্দেশ, ' CBI তদন্ত করবে। প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। বেআইনিভাবে সুপার নিউমারারি পোস্ট করে চাকরি পাওয়াদের হেফাজতে নিতে পারবে সিবিআই।'

এদিন মামলাকারীদের আইনজীবী বলেন, 'যাঁরা যাঁরা বেআইনি নিয়োগের ফলে চাকরি পেয়েছিলেন তাঁদের চার সপ্তাহের মধ্যে বেতন ফিরিয়ে দিতে হবে। ৬ সপ্তাহের মধ্যে তা রিকভার করতে হবে।' এদিন ২৮১ পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি দেবাংশু বসাক। রায়কে একাধিক অংশে ভাগ করা হয়।
এদিন রায়কে কেন্দ্র করে কোনওভাবেই যাতে হাইকোর্ট চত্বরে গোলমাল না বাঁধে সেই জন্য আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছিল হাইকোর্ট চত্বর।

0
0 views